মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃ’ত্যু

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী);
গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃ'ত্যু

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে ৫টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চরশিবা সাংগঠনিক ইউনিয়নের বড় শিবা ও ছোট শিবা গ্রামে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।

এতে বড় শিবা গ্রামের হানিফ মুন্সির ছেলে হেমায়েত মুন্সির ১টি গাভী, মোস্তফা হাওলাদারের ছেলে সেকান্দার হাওলাদারের ১টি গাভী, আব্দুর রবের ছেলে নিরবের ১টি গাভী এবং ছোট শিবা গ্রামের নাসির হাওলাদারের ছেলে ইয়াসিন হাওলাদারের ১টি গাভী ও ১টি বকনা বাছুরের মৃত্যু হয়েছে বলে স্থানীয়সূত্রে জানা যায়।

ভুক্তভোগীরা জানান, সোমবার বিকেলে কালবৈশাখী ঝড় শুরু হলে হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি মাঠে থাকা তাদের ৫টি গরু বজ্রপাতে মারা যায়। এই গরুগুলোর উপরেই তাদের জীবিকা ও সংসার নির্ভরশীল। এখন তারা চরম অসহায় অবস্থার মুখোমুখি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা বলেন, বজ্রপাতে ৫টি গরুর মৃত্যুর খবর শুনেছি। ভুক্তভোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ :