পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় “নাগরিকতা – Civic Engagement Fund” প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১ টায় উপজেলা কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নাগরিকতা প্রকল্পের সহযোগী সংস্থা AID Organisation এর পক্ষে গলাচিপা উপজেলা কো-অর্ডিনেটর আলভী আকন সৌরভ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদুল হাসান এবং লিড অর্গানাইজেশন সেবা মানব কল্যাণ কেন্দ্র (SMKK) থেকে জনাব মোঃ মাইনুদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে দিকনির্দেশনামুলক গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, সেবাসমূহ যেন ভুক্তভোগী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। সেজন্য তিনি সেবাদান প্রক্রিয়াকে আরও জনবান্ধব, দ্রুতগামী এবং অন্তর্ভুক্তিমূলক করার উপর গুরুত্বারোপ করেন। অত্র উপজেলার সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোর পক্ষ থেকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়াও, তিনি গলাচিপার দুটি ভঙ্গুর ইউনিয়ন চর কাজল এবং চর বিশ্বাসকে প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। এছাড়াও সভায় আরো বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা।
জার্মান সংস্থা জিএফএ (GFA) কনসালটেন্সি ফার্মের মাধ্যমে সুইজারল্যান্ড দূতাবাস ও Global Affairs Canada র আর্থিক সহযোগিতায় লিড অর্গানাইজেশন সেবা মানব কল্যাণ কেন্দ্র (SMKK) দুইটি সহযোগী সংস্থা এইড অর্গানাইজেশন (AO) ও ASUS এর মাধ্যমে ৩ বছর মেয়াদি এ প্রকল্পের অধীনে ৪টি উপজেলার ১৬টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৪,৮০০ নাগরিক সরাসরি এবং ২০,০০০ নাগরিক পরোক্ষ সুবিধাভোগী হিসেবে থাকবে।
এ প্রকল্পের আওতায় নারী ক্ষমতায়ন, বিচারিক ন্যায় পরায়নতা, শান্তি ও শৃঙ্খলা কেন্দ্রিক সচেতনতা, এডভোকেসি সহায়তা, লাইফ স্কিল, জলবায়ু ন্যায্যতা, সরকারের পরিকল্পনায় নারীদের অন্তর্ভুক্তি এবং নারীদের আইজিএ কেন্দ্রিক সহায়তা প্রদান করা হবে।